রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণ করা অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন এবং শনাক্তকরণ কার্যক্রম শুরু হবে। এই তথ্য রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। তিনি জানান, মরদেহ উত্তোলন আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে সম্পন্ন করা হবে।
সিআইডি জানায়, রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ থেকে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) নমুনা সংগ্রহের কাজ রোববার থেকে শুরু হবে। এই কার্যক্রমে ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার এবং সিআইডি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সিআইডি সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করা হয়। এরপর ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ শহীদ হয়েছেন।
মরদেহ উত্তোলনের প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে কবরস্থান এলাকায় অস্থায়ী তাবু স্থাপন করা হয়েছে। এই তাবুতেই মরদেহ উত্তোলন এবং প্রাথমিক ময়নাতদন্ত করা হবে। প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ পুনরায় যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।
অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, “মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম সম্পূর্ণ আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে পরিচালিত হবে। শহীদদের পরিবার ও সাধারণ জনগণ যেন যথাযথ তথ্য পান, সেবারও ব্যবস্থা রাখা হয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি দেশে ইতিহাস সংরক্ষণ ও প্রমাণভিত্তিক শনাক্তকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
Leave a Reply