আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের নির্ধারিত সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সানাউল্লাহ জানান, দেশের আবহাওয়া, ভোটারের সুবিধা এবং নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করতে এবার ভোটগ্রহণের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত এক ঘণ্টা যুক্ত হওয়ায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভিড় কম থাকবে এবং বেশি সংখ্যক ভোটারের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি নির্বাচনের তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতিও তুলে ধরেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে সিইসির ভাষণ প্রচার করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তার ভাষায়, “তফসিল ঘোষণার আগে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) চিঠি দেওয়া হবে, যাতে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা যায়।”
আসন্ন নির্বাচনের আগে ভোটের সময় বাড়ানোকে গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক অঙ্গন ও নির্বাচন সংশ্লিষ্ট মহল। পর্যবেক্ষকদের মতে, সময় বৃদ্ধি ভোটারদের সুবিধা যেমন বাড়াবে, তেমনি নির্বাচন ব্যবস্থাপনাকেও আরও নমনীয় ও জনবান্ধব করবে।
Leave a Reply