আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এতে অংশ নেন নির্বাচন কমিশনের অন্য চার কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে গণমাধ্যমকে ইসি সানাউল্লাহ জানান, “চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ প্রচার করা হবে। এ কারণে শিগগিরই বিটিভিকে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেওয়া হবে।”
নির্বাচন কমিশনের বিভিন্ন প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি। একইসঙ্গে ভোট গ্রহণের সময়সীমায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও জানিয়েছে ইসি। আগামী নির্বাচন থেকে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, যা আগে সকাল ৮টায় শুরু হতো। ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ সময় বাড়ানো হলো এক ঘণ্টা।
ইসি মনে করছে, সময় বৃদ্ধি পেলে ভোটারদের ভিড় নিয়ন্ত্রণ, অতিরিক্ত চাপ এড়ানো এবং নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে। তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়সহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, জোটবদ্ধতার আলোচনা এবং মাঠপর্যায়ে প্রচার–প্রস্তুতিও তীব্র হচ্ছে। দেশের রাজনৈতিক অঙ্গন এখন তফসিল ঘোষণার দিকেই তাকিয়ে আছে। তফসিল প্রকাশের পর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনপূর্ব কার্যক্রম শুরু হবে এবং প্রার্থীদের মনোনয়ন, যাচাই–বাছাইসহ একাধিক গুরুত্বপূর্ণ ধাপ সামনে আসবে।
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হলে নির্বাচনপথে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Leave a Reply