বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান সোশ্যাল মিডিয়ায় তার সরাসরি মন্তব্য ও সক্রিয়তার জন্য বেশ পরিচিত। এবার তিনি প্রাণী কল্যাণ ও চিড়িয়াখানার চলমান সমস্যাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) আরশ খান রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে বের হয়ে পড়া সিংহের ছবি শেয়ার করে নিজের অবস্থান প্রকাশ করেন। তিনি লিখেছেন, “খাঁচায় বন্দী জীব প্রদর্শনী বন্ধ হোক। হয় সাফারি পার্কের ব্যবস্থা করা হোক, যেখানে পশুপাখি উন্মুক্ত থাকবে এবং মানুষ খাঁচায় করে দেখতে যাবে, নয়তো দরকার নেই। আমার বাচ্চাদের আমি এনিমেল প্ল্যানেট দেখাই, সেখানে পশুপাখি চিনিয়ে নিই।”
আরশ খান আরও বলেছেন, “চিড়িয়াখানা বন্ধ হোক, পশুপাখিদের বন্দী প্রদর্শনী বন্ধ হোক।” তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে প্রাণী অধিকারকর্মীদের পাশাপাশি সাধারণ দর্শকদেরও সমর্থন পেয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে আসে। সিংহটির দুর্বল অবস্থার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। আরশ খানের মতো অনেকে চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়ে পোস্ট করেন। পরে ওই সিংহটি শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জালের মাধ্যমে নিরাপদে ধরা হয়।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে প্রাণীদের প্রতি মানুষিক দৃষ্টিভঙ্গি ও চিড়িয়াখানার বর্তমান অবস্থাকে কেন্দ্র করে আলোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাণীকে খাঁচায় বন্দী রেখে প্রদর্শন করা আরও ঝুঁকিপূর্ণ ও অনৈতিক হতে পারে। তাই অনেকেই সাফারি পার্ক বা উন্মুক্ত পরিবেশে পশুপাখি দেখার পদ্ধতির পক্ষে।
আরশ খানের এই পোস্ট শুধুই একটি ব্যক্তিগত মত প্রকাশ নয়, এটি প্রাণী অধিকার ও নাগরিক সচেতনতার দিকেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রতিক্রিয়া মানুষকে প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করছে।
Leave a Reply