ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যেই আগাম নির্বাচনি প্রচারসামগ্রী না সরালে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কঠোর নজরদারি করা হবে। এ জন্য ৩০০টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি মাঠে কাজ করবে। সানাউল্লাহ জানান, এই কমিটিগুলো শুধু তদন্তই করবে না, প্রয়োজনে বিচারিক ক্ষমতাও প্রয়োগ করতে পারবে। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরদিন থেকেই প্রতিটি উপজেলা বা থানায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। নির্বাচনের আগে-পরে মোট পাঁচ দিনে—অর্থাৎ ভোটের তিন দিন আগে, ভোটের দিন এবং পরের দিন—এই সংখ্যা আরও বাড়ানো হবে, যাতে আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
সানাউল্লাহ জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়নের বিষয়ে এই সপ্তাহেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি পরিপত্র দেওয়া হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আলোকে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে।
নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। তবে নির্বাচন-সংক্রান্ত প্রয়োজন অনুযায়ী ব্যাংক, পোস্ট অফিসসহ কিছু প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন করতে পারবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করতে বিটিভিকে চিঠি পাঠানো হবে।
Leave a Reply