অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, “বিশ্বের বহু দেশে ঘুরে দেখেছি বাংলাদেশিরা সব জায়গাতেই আছে, কিন্তু তারা সবচেয়ে কম বেতনে কাজ করে। এটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি বড় ব্যর্থতা।”
রোববার (৭ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চবিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের মানুষ কঠোর পরিশ্রমী হলেও শিক্ষা ও কার্যকর প্রশিক্ষণের অভাবে তারা বিদেশে উচ্চমানের কাজে প্রবেশ করতে পারে না। একই ধরনের কাজ বিদেশিদের তুলনায় বাংলাদেশিরা কম বেতন পান, কারণ স্থানীয়রা সরাসরি ভাইভা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি পান; কিন্তু ভাষা ও দক্ষতার ঘাটতির কারণে বাংলাদেশিরা অনেক সুযোগ হারান।
তিনি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, জাপানি ভাষার এন-ফোর লেভেল শেখার জন্য মাত্র ছয় মাস সময় লাগে। এটি অর্জন করতে পারলে জাপানে কাজের অসংখ্য সুযোগ সৃষ্টি হয়। তাই বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে প্রশিক্ষণ ও শিক্ষা অপরিহার্য এমনটাই মন্তব্য করেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, “আমাদের জনশক্তি রয়েছে। এখন প্রয়োজন সঠিক প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষার মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তোলা। তাহলেই বিশ্ববাজারে প্রতিযোগিতায় আমরা এগিয়ে যেতে পারব।”
মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply