দেশে ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের যে নানা জটিলতার মুখে পড়তে হয়, বিশেষ করে নিবন্ধন প্রক্রিয়ায় সরকারি অফিসে হয়রানির অভিযোগ, তা কমানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, আগামী বছর থেকেই পরিস্থিতির উন্নতি হবে।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীতে সাত দিনের জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আশিক চৌধুরী জানান, দেশে ব্যবসা শুরু করা এখনো জটিল ও সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। “নিবন্ধন কার্যক্রম কঠিন। সরকারি অফিসে সেবা নিতে গেলে অনেক সময় হয়রানির শিকার হতে হয়,” বলেন তিনি।
এ সমস্যা সমাধানে আগামী বছর নতুন একটি ডিজিটাল নিবন্ধন অ্যাপ চালু করার ঘোষণা দেন বিডা চেয়ারম্যান। উদ্যোক্তারা বাড়িতে বসেই নিবন্ধন করতে পারবেন যা পুরো প্রক্রিয়াকে হবে দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত। পাশাপাশি, শিল্প পার্ক ও বিসিকসহ পরিকল্পিত শিল্পাঞ্চলে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি, যা কৃষিজমি রক্ষায়ও সহায়তা করবে বলে উল্লেখ করেন।
এ বছরের এসএমই মেলায় দেশজুড়ে প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
অনুষ্ঠানে আলোচকরা এসএমই খাতের সাম্প্রতিক চ্যালেঞ্জগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, বর্তমানে এসএমই খাতে সুদের হার ১৫ শতাংশ, যা উচ্চ মূল্যস্ফীতির কারণে আরও বেড়ে গেছে। এনজিও থেকে ঋণ নিলে সুদের হার ২৫ শতাংশ পর্যন্ত পৌঁছায়, ফলে উদ্যোক্তাদের পরিচালন ব্যয় বাড়তে থাকে। এসএমই ক্রেডিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হলেও তা পরিচালনা করাও জটিল বলে মন্তব্য করেন তারা।
আলোচনায় আরও উঠে আসে নির্বাচনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা স্থবির হয়ে পড়েছে, যার প্রভাবে এসএমই খাতে ঋণ কমে এসেছে। যদিও ব্যাংক খাতে দেড় লাখ কোটি টাকার বেশি অতিরিক্ত তারল্য আছে, তবুও চাহিদা না বাড়ায় অর্থনীতির গতি পুরোপুরি সচল হয়নি।
রপ্তানিমুখী উদ্যোক্তাদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা পাওয়া যে কঠিন, তা সহজ ও এসএমই-বান্ধব করারও দাবি জানান বক্তারা।
Leave a Reply