আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌপ্রধান বলেন, সমুদ্র নিরাপত্তা, ব্লু ইকোনমি বাস্তবায়ন এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় নৌবাহিনী যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি জাতীয় দায়িত্বেও তারা সমানভাবে প্রস্তুত।
অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আমরা ইতোমধ্যে ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করেছি। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় দায়িত্ব পালনে নৌবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।” তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তির ঘোষণা দেওয়া হয়। তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে দুজন নারীসহ ৩১ জন মিডশিপম্যান সাব-লেফটেন্যান্ট হিসেবে কমিশনপ্রাপ্ত হন। নৌবাহিনী প্রধান কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী নবীন কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন।
রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর প্রধানের ভাষায়, বাহিনীর সদস্যরা সমুদ্রসীমা সুরক্ষা থেকে শুরু করে জাতীয় জরুরি পরিস্থিতি ও নির্বাচনসহ প্রতিটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত।
Leave a Reply