জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেহেদিরাঙা হাতের একটি ছবি পোস্ট করায় নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নতুন করে তার বিয়ের জল্পনা। কেউ কেউ ধারণা করেন, খুব শিগগিরই হয়তো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই গায়িকা। কয়েকদিন এ বিষয়ে কোনো মন্তব্য না করায় গুঞ্জন আরও জোরালো হয়।
অবশেষে নীরবতা ভাঙলেন কনা। জানা গেল, ছবিটি আসলে তার নতুন গান ‘মেহেন্দি’র প্রচারণার অংশ। গান মুক্তির আগাম প্রস্তুতির অংশ হিসেবেই তিনি ছবিটি পোস্ট করেছিলেন।
এ বিষয়ে কনা বলেন, “ ‘মেহেন্দি’ শিরোনামের গানের শুটিং চলছিল। সেখানকার একটি ছবি শেয়ার করে লিখেছিলাম ‘আমার হাতে মেহেদি’। ভাবিনি বিষয়টা এত দূর যাবে। ফোন করে অনেকেই জানতে চাইছিল, বিয়ে করছি কি না! কী বলব বুঝতে পারছিলাম না। যেহেতু পরদিনই ভিডিওটি প্রকাশের কথা ছিল, তাই চুপ ছিলাম। ছবিটির সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই; বিয়ের তো নয়ই। এটা শুধুই গানের প্রচার।”
নতুন গান ‘মেহেন্দি’ লিখেছেন বাঁধন ও জামশেদ চৌধুরী। কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। গানটির সংগীতায়োজন করেছেন সঞ্জয়। ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী ও রিয়াজ আলী। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সুনেরাহ, মাইশা নাজিয়া, মানজিতা রায়সহ আরও কয়েকজন। ভিডিওতে দেখা গেছে কনাকেও।
ইউটিউবের কাইনেটিক মিউজিক চ্যানেলে প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় গানটি প্রায় ২০ লাখ ভিউ ছুঁয়েছে, যা গানের প্রতি শ্রোতাদের আগ্রহেরই প্রমাণ।
কনা জানান, সম্প্রতি গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। গত সপ্তাহে প্রকাশিত হয়েছে তার কণ্ঠে বিকেএসপির প্রথম থিম সং। এর আগে নভেম্বরে প্রকাশ পেয়েছে ফুয়াদ আল মুক্তাদিরের সুরে গাওয়া ‘ভিতর ও বাহিরে’। পাশাপাশি যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী মুজার সঙ্গে একাধিক নতুন গানেও কাজ করছেন তিনি, যা পর্যায়ক্রমে প্রকাশ পাবে।
কনার ‘মেহেন্দি’ ঘিরে ছড়ানো বিয়ের গুঞ্জনের অবসান ঘটলেও, এ ঘটনার জেরে গানটি আরও আলোচনায় এসেছে বলেই মনে করছেন সংগীতশিল্পীর অনুরাগীরা।
Leave a Reply