শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের সামনে কোনো নির্বাচন দেওয়ার শর্ত ছিল না।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “যখন এই সরকার আসে, তখন কি এরকম কোনো শর্ত ছিল? শর্ত ছিল না। আমরাই বললাম, নির্বাচন হবে। সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর দৌড়াদৌড়ি শুরু হয়, তাতে সরকার হস্তক্ষেপ করতে পারে না।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি মন্তব্য করেন, “এখন যে পরিস্থিতি, তাতে রাজনৈতিক দলগুলো জানে না তারা কি করবে, তাদের ভবিষ্যৎ কি? কোথায় কে কোন দিকে যাচ্ছে। এটা কি বাংলাদেশে নতুন? তথাকথিত ওয়ান-ইলেভেনের পর এমন হয়নি কি? আমরা কিন্তু এ নিয়েই বেঁচে আছি।” তিনি উল্লেখ করেন, পার্টিগুলোর মধ্যে আলোচনার স্বাভাবিক প্রক্রিয়া চলছে এবং মাঝে মাঝে গুজব বা বক্তব্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয়।
উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন দিতে বাধ্য ছিল না। তিনি বলেন, “আমরা যখন ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করি, তখন আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে তোমাকে এক-দেড় বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। তখন তো কিছুই ছিল না, ব্ল্যাংক।”
ড. এম সাখাওয়াত হোসেন দেশের জন্য একটি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ইউনিভার্সেল ডেমোক্র্যাটিক প্রসেস যেন স্থিতিশীল হয়, সেটা আমাদের লক্ষ্য। গত ১৭-১৮ বছর ডেমোক্র্যাটিক প্রসেস স্থিতিশীল হতে দেখিনি। আমরা যদি এটা করতে পারি, তবে এটি আমাদের বড় অর্জন।”
উপদেষ্টা সভায় দেশের রাজনৈতিক প্রক্রিয়া সুস্থ ও স্বচ্ছভাবে চলার ওপর জোর দেন এবং বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেই, সুষ্ঠু ও সময়মতো নির্বাচন সম্পন্ন করা উচিত।
Leave a Reply