মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

ঢাকায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মীকে খুঁজছে পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩.৩৪ অপরাহ্ণ
  • ৪৮ বার

ঢাকার মোহাম্মদপুরে ভয়াবহ এক হত্যাকাণ্ডে মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহজাহান রোডের একটি সাততলা ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে জানান, বাসার ভেতর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “ঘটনাটি একটি হত্যাকাণ্ড। আমরা প্রাথমিকভাবে বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করছি। তার নাম-পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানায়, নিহতদের পরিবারের কর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হন। দুপুরে বাসায় ফিরে তিনি স্ত্রী মালাইলা আফরোজকে নিথর ও মেয়ে নাফিসাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে নাফিসাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ওই বাসায় কাজ করা গৃহকর্মী পলাতক। পুলিশ মনে করছে, তিনিই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। সূত্র জানায়, গৃহকর্মীর নাম আয়েশা। হত্যার উদ্দেশ্য বিবেচনা করেই সে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে আক্রমণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই সে বাসা থেকে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। হত্যার উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদের জন্য সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুতই পলাতক গৃহকর্মীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মা–মেয়েকে গলা কেটে হত্যার নির্মমতার কারণে ঘটনার রহস্য উদঘাটন ও নৃত্যপিচুদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com