ডিসেম্বরের সূচনা মানেই কুয়াশাচ্ছন্ন সকাল ও রাতের তীব্র শীত। ইতোমধ্যেই হিমেল হাওয়া জনজীবনে শীতলতার ছাপ ফেলেছে। এমন সময়ে দেশের ওপর আরও ঘন কুয়াশা নামার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মেঘ ও বাতাসের গতিপথ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে গরম ও আর্দ্র বাতাস উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে ঠাণ্ডা বাতাস দক্ষিণ-পূর্বমুখী হয়ে বাংলাদেশমুখী।
তিনি লিখেছেন, এই দুই ধরনের বাতাসের সংস্পর্শে বুধবার (১০ ডিসেম্বর) থেকে দেশের উপরিভাগে কুয়াশার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। তার ভাষায়, “বুধবার থেকে বাংলাদেশে চলতি মৌসুমের প্রথম মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা পড়া শুরু হতে পারে।”
এদিন থেকে প্রথমে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কুয়াশা প্রবেশ করবে বলে জানান তিনি। এরপর ধীরে ধীরে তা উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য জেলায় বিস্তৃতি লাভ করতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ও শুক্রবার (১২ ডিসেম্বর) কুয়াশার বিস্তার বাড়বে। খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ভারি কুয়াশার আশঙ্কা রয়েছে। সপ্তাহের শেষ দিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপরও এই ঘন কুয়াশা ছড়িয়ে পড়তে পারে।
শীতের শুরুতেই এমন কুয়াশা ঘনত্ব বৃদ্ধি সড়ক, নৌ ও আকাশপথে চলাচলে বিঘ্ন ঘটাতে পারে বলে আবহাওয়াবিদের সতর্কতা। ফলে কুয়াশা প্রবল হওয়ার সময় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Leave a Reply