বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩.১৭ অপরাহ্ণ
  • ৩২ বার

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় অনুষ্ঠিত এ বৈঠককে চলমান নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

দুপুর ২টার আগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। রেওয়াজ অনুযায়ী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিইসি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এবার সিইসি তার সচিবকে সঙ্গে নিয়ে একাই এ সাক্ষাতে অংশ নেন।

সূত্র জানিয়েছে, বৈঠকে মূলত সীমানাসংক্রান্ত চলমান মামলা, তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিট এবং সেগুলো যাতে নির্বাচনী কাজ ব্যাহত না করে সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনী সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয়েও মতবিনিময় করেন তারা। নির্বাচনকালীন বিভিন্ন আইনগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিচার বিভাগের সহযোগিতা নিশ্চিত করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।

ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য সিইসির ভাষণ চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে। এ উপলক্ষে ভাষণ ধারণ ও সম্প্রচারের প্রস্তুতি নিতে ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ নিশ্চিত করেন যে, ভাষণ প্রচারে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তিনি বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সম্পর্কিত সব আনুষ্ঠানিক কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে।

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির এ বৈঠককে তফসিল ঘোষণার একদিন আগের গুরুত্বপূর্ণ সাংবিধানিক আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সম্ভাব্য আইনগত চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশনের প্রস্তুতির বার্তাই বহন করছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com