বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪.২৫ অপরাহ্ণ
  • ৩৯ বার

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সব নির্বাচন কমিশনার।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, “আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে।” তিনি আরও বলেন, প্রধান বিচারপতির কাছে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য ৩০০ বিচারক এবং বিচার বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি এ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিইসি আরও জানিয়েছেন, প্রধান বিচারপতি শীঘ্রই অবসরে যাচ্ছেন। বয়স ৬৭ বছর হওয়ায় ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। এর আগে ১৪ ডিসেম্বর তিনি দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন। সিইসি বলেন, “উনি আর তো থাকছেন না। উই হ্যাভ ওয়াক টুগেদার, একসাথে কাজ করেছি। ফেয়ারওয়েল কলটা করতে এসেছি।”

এদিন দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসির ভাষণ চূড়ান্ত করা হয়েছে। ভাষণ প্রচারের জন্য আগামী ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামী ১০ বা ১১ ডিসেম্বর।

নির্বাচন কমিশনাররা বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনের তফসিল সরকারিভাবে ঘোষণা করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com