আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ হবে এমন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব সরকারি সূত্র এবং ফ্যাক্টচেকিং সংস্থার তথ্যানুযায়ী, এ ধরনের কোনো ঘোষণা সৌদি সরকারের কোনো দপ্তর থেকে দেওয়া হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দাবি করেছিল, ভিড় কমানোর জন্য হজ মৌসুমে মোবাইল ফোনসহ সকল প্রকার ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। তবে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বা সরকারের অন্য কোনো সংস্থা এই তথ্য প্রকাশ বা সমর্থন করেনি।
ফ্যাক্টচেকিং সংস্থা দ্যা ইসমালিক ইনফরমেশন জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি; আগের নিয়মই এখনও প্রযোজ্য। কর্তৃপক্ষ আরও বলেছে, হজ ও রমজান মৌসুম ঘিরে সামাজিক মাধ্যমে এ ধরনের ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং যাচাইবিহীনভাবে জনপ্রিয় হয়ে যায়। হাজীদের প্রতি অনুরোধ করা হয়েছে, শুধুমাত্র সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপরই নির্ভর করতে।
যদিও অতীতে কর্তৃপক্ষ পেশাদার ক্যামেরা, বড় আকারের ফটোগ্রাফি সরঞ্জাম বা এমন ছবি তোলাকে নিষিদ্ধ করেছে, যা অন্য হাজীদের ইবাদতে ব্যাঘাত ঘটায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। ২০১৭ সালের দিকে এই বিষয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষের এ স্পষ্ট ব্যাখ্যা হাজীদের মধ্যে বিভ্রান্তি দূর করতে এবং সামাজিক মাধ্যমের ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানোর উদ্দেশ্য বহন করছে।
Leave a Reply