অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত “গ্রামীণ জীবিকা রূপান্তর ও অন্তর্ভুক্তিমূলক স্থিতিস্থাপকতা উদ্যোগ” শীর্ষক জাতীয় কর্মশালায় বক্তৃতা দেন।
অর্থ উপদেষ্টা বলেন, গ্রামীণ দারিদ্র্য হ্রাসে উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তা তৈরি, নারীর পারিবারিক উন্নয়নে অংশগ্রহণ বৃদ্ধি এবং শহর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হবে। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য এসডিএফ-এর ভূমিকার কথাও স্মরণ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শহরিয়ার কাদের ছিদ্দিকী এবং অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন এসডিএফ-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিড বাংলাদেশের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বর্তমান দারিদ্র্যের অবস্থা, এসডিএফ-এর আরইএলআই প্রকল্পের কমিউনিটি-ড্রাইভেন ডেভেলপমেন্ট পদ্ধতির মূল্যায়ন এবং ভবিষ্যতে এ উদ্যোগ শহর এলাকায় সম্প্রসারণের সুপারিশ তুলে ধরেন।
বিশেষ অতিথি মিজ সামিনা ইয়াসমিন এসডিএফ-এর উদ্যোগকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার সম্ভাবনা উল্লেখ করেন। অন্য অতিথিরা দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা, পুষ্টি, সঞ্চয় এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে প্রকল্পের কার্যকারিতা প্রশংসা করেন।
কর্মশালার মূল আকর্ষণ ছিল দুইজন উপকারভোগীর জীবন পরিবর্তনের অভিজ্ঞতা, যাঁরা এসডিএফ-এর সহায়তায় তাদের জীবন-জীবিকা আমূলভাবে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।
এসডিএফ-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ সমাপনী বক্তব্যে সুপারিশ অনুসরণের গুরুত্বের ওপর জোর দেন এবং উপকারভোগীদের ধন্যবাদ জানান। কর্মশালার মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য হ্রাসে কার্যকর উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীরা সমন্বিত ধারণা অর্জন করেন।
Leave a Reply