বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ আমলের পূর্ববর্তী নির্বাচনের মতো হবে না। এবার ভোট হবে ‘নিরপেক্ষ’, এবং এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করাই দলগুলোর মূল চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “এই নির্বাচনে বিএনপি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে। তবে এটি হবে সবচেয়ে কঠিন লড়াই—পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তির লড়াই।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মনোনয়ন পাওয়া বা না পাওয়ার মতো ব্যক্তিগত বিষয় নিয়ে সময় নষ্ট না করে দলকে বিজয়ের পথে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।
বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, “দেশে যত উন্নয়ন ও সংস্কার এসেছে, তার বেশিরভাগই বিএনপির হাত ধরে এসেছে। দেশের ভালো অর্জনগুলো সৃষ্টি হয়েছে বিএনপির নীতির ভিত্তিতেই।”
এ সময় তিনি দাবি করেন, দেশের যেকোনো ইতিবাচক পরিবর্তনে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি ছিল এবং ভবিষ্যতেও মানুষকে সঙ্গে নিয়ে তাদের সেই ভূমিকা অব্যাহত থাকবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান মহাসচিব। তিনি বলেন, “যারা ১৯৭১-এর প্রজন্মকে নিকৃষ্ট বলে, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে তাদের রুখে দিতে হবে।”
নির্বাচনী তফসিলের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব তৈরির সুযোগ তৈরি হয়েছে। তাই সংকট না খুঁজি, বরং বিএনপিকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মির্জা ফখরুলের বক্তব্যে আসন্ন নির্বাচনে বিএনপির কৌশল, দলের ভেতরে ঐক্য এবং জনগণের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব উঠে এসেছে।
Leave a Reply