ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই ব্যক্তি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমপি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি চালিয়ে ওসমান হাদিকে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় জোর অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রকাশিত ছবির ওই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অথবা অবস্থান সম্পর্কে নিশ্চিত হলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তথ্য প্রদানের জন্য মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) এর মোবাইল নম্বর ০১৩২০০৪০০৮০ অথবা পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বর ০১৩২০০৪০১৩২-এ যোগাযোগ করা যাবে। এছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমেও তথ্য জানানো যাবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং যাচাইসাপেক্ষে তাকে পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে হামলার ঘটনায় আহত ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বাম কানের ওপর দিয়ে প্রবেশ করে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়া গুলি হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেমে মারাত্মক ক্ষতি করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ সময় কোনো নতুন চিকিৎসা হস্তক্ষেপ করা হবে না। চিকিৎসকেরা জানিয়েছেন, হাদি বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে আছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
Leave a Reply