আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত ১৩ লাখ ৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এই সংখ্যক ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ২২ হাজার ২৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮০৬ জন। প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এই ব্যবস্থার আওতায় নিবন্ধন করছেন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ২৩ হাজার ৬০৯ জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৭৬ হাজার ৬৬০ জন, কাতারে ৭৩ হাজার ৪৬৮ জন, ওমানে ৫১ হাজার ১৬৩ জন এবং কুয়েতে ৩৩ হাজার ৬০৭ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নাম নিবন্ধন করেছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৫ লাখ ৮৪ হাজার ৩৪৭ জন ভোটার। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লা শীর্ষে রয়েছে, যেখানে নিবন্ধন করেছেন ৯৯ হাজার ৯১৫ জন। এর পরেই রয়েছে ঢাকা (৯৩ হাজার ৪৬৫ জন) ও চট্টগ্রাম (৮৩ হাজার ৭৫৯ জন)। আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে সর্বাধিক ১৫ হাজার ১৬৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১২ হাজার ৭৪০ জন এবং নোয়াখালী-১ আসনে ১২ হাজার ৬১২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৪ দিনে বিশ্বের ৭৫টি দেশে অবস্থানরত ৫ লাখ ৮১ হাজার ৬৮৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এর মধ্যে সৌদি আরবে সর্বাধিক ১ লাখ ৮৭ হাজার ৪৪৩টি ব্যালট পাঠানো হয়েছে। কাতারে পাঠানো হয়েছে ৬৪ হাজার ৭০০টি এবং মালয়েশিয়ায় ৬৬ হাজার ৫৭৭টি ব্যালট।
ভোটারদের ব্যাপক আগ্রহের কারণে পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগে এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। তবে প্রবাসী ও দেশের অভ্যন্তরের তিন ক্যাটাগরির ভোটারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কমিশন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ায় নিবন্ধিত হতে পারছেন।
Leave a Reply