বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮.২১ অপরাহ্ণ
  • ৪৫ বার

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬। টানা ৯ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের মানসম্মত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মাঝে শিল্পমনস্কতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এবারের উৎসবের মূল লক্ষ্য।

এবারের উৎসবে ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান ও নবীন নির্মাতাদের চলচ্চিত্র উপভোগ করার সুযোগ পাবেন চলচ্চিত্রপ্রেমীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব কমিটির পরিচালক আহমেদ মুজতবা জামাল এসব তথ্য জানান। তিনি বলেন, শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ক্রোয়েশিয়ান যুক্তরাজ্যভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মারকোভিচ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শিওপেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।

আহমেদ মুজতবা জামাল আরও জানান, এবছরই প্রথমবারের মতো কক্সবাজারের সমুদ্রসৈকতে ওপেন এয়ার স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে লাবণী বিচ পয়েন্টে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উৎসবের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত চলচ্চিত্র ‘উ জিন ঝি লু’ (দি জার্নি টু নো এন্ড)। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ‘থিয়েটিক্যাল কোম্পানি ও জল তরঙ্গ’ গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।

১৮ জানুয়ারি উৎসবের পর্দা নামবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে এবারের উৎসবে সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটি।

জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন মিলনায়তনে উৎসবের চলচ্চিত্রগুলো বিনামূল্যে প্রদর্শিত হবে। আসন সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com