বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, কড়া বার্তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮.৩৭ অপরাহ্ণ
  • ২৮ বার

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে টেকনাফে ৯ বছরের এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে তলব করেছে বাংলাদেশ সরকার। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আন্তসীমান্ত সহিংসতা বন্ধে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তলবের সময় বাংলাদেশ পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে—বাংলাদেশের ভূখণ্ডে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি দুই দেশের মধ্যে সুষ্ঠু ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে গুরুতর বাধা সৃষ্টি করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে যেন এ ধরনের আন্তসীমান্ত গোলাগুলির ঘটনা না ঘটে, সে জন্য মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব নিতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ও কার্যকর সব পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে কোনো সংঘাত বা সহিংসতার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তার সরকার ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে এখনো তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা উড়ে যায়। এসব ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com