টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে সমাধান খুঁজতে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। এর মধ্যেই বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়ে নতুন ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার (১৮ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের দাবিকে বৈধ হিসেবে দেখছে ইসলামাবাদ। আইসিসি যদি এই সংকটের গ্রহণযোগ্য সমাধান না আনতে পারে, তাহলে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে খেলতে না যাওয়ার পেছনে বিসিবি যে কারণগুলো তুলে ধরেছে, সেগুলো যুক্তিসংগত। পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিরাপত্তা ইস্যুতে কোনো দলকে জোর করে খেলতে বাধ্য করা উচিত নয়। এই বিষয়ে বাংলাদেশের ওপর যেন কোনো ধরনের চাপ সৃষ্টি করা না হয়, সেদিকেও নজর রাখবে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাষ্য অনুযায়ী, “ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুরোপুরি যৌক্তিক। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে। যদি বাংলাদেশের সমস্যা সমাধান না হয়, তাহলে আমরা আমাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে বাধ্য হব।”
উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে নিজেদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিবি। তবে এখনো এ বিষয়ে আইসিসির চূড়ান্ত অনুমোদন মেলেনি। বরং বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে সক্রিয় ভূমিকা পালন করছে সংস্থাটি। সেই ধারাবাহিকতায় শনিবার ঢাকায় প্রতিনিধি দল পাঠায় আইসিসি। কিন্তু বৈঠক শেষে বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে।
এদিকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকার বিষয়ে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। চলমান এই টানাপোড়েনে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ইস্যু আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply