শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

একটি দল মুসলমানদের শিরক করাচ্ছে: তারেক রহমান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫.০৯ অপরাহ্ণ
  • ৮০ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি রাজনৈতিক দল মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নিজের প্রথম নির্বাচনি জনসভায় তিনি এ অভিযোগ করেন।

বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন। তিনি জানতে চান, জনসভায় উপস্থিত কারা ওমরা বা হজ পালন করে এসেছেন। এ সময় মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে এনে তারেক রহমান প্রশ্ন করেন-কাবা শরিফের মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, “আল্লাহ।” এরপর তিনি প্রশ্ন করেন, এই পৃথিবী, সূর্য, নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে? প্রতিটি প্রশ্নের উত্তরে একইভাবে “আল্লাহ” বলে সাক্ষ্য দেন ওই ব্যক্তি।

এ সময় তারেক রহমান বলেন, আপনারা সবাই সাক্ষী দিলেন-এই দুনিয়া, কাবা, বেহেশত-দোজখ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। তাহলে যেটার মালিক আল্লাহ, সেটা কি কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে? তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল বলছে এই দেবো, ওই দেবো, টিকিট দেবো। অথচ যেটার মালিক মানুষ নয়, সেটার কথা যদি মানুষ বলে, তাহলে সেটা কি শিরক নয়?

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, নির্বাচনের আগেই জনগণকে ঠকানো হচ্ছে। তিনি বলেন, শুধু ঠকানোই নয়, যারা মুসলমান, তাদের শিরকের পথে ঠেলে দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ। নির্বাচনের পরে এই প্রতারণা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সময় কারা কী ভূমিকা রেখেছে, জনগণ তা জানে। অনেকের কর্মকাণ্ডের কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন এবং মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এই হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে।

জনসভা শেষে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের অর্ধেক লক্ষ্য পূরণ হয়েছে। ধানের শীষ বিজয়ী হলে নবীজি (সা.)-এর ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালিত হবে বলেও তিনি আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com