দাউদকান্দি প্রতিনিধি :
পবিত্র রমজান মাস চলাকালে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন মাঠে নেমেছে। এর অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা প্রশাসন বাজার পরিদর্শন করেছে।
সোমবার (৩ মার্চ) বিকেলে দাউদকান্দি পৌর বাজার পরিদর্শন করেন দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ানুল ইসলাম। পরিদর্শনকালে তিনি মাছ, মাংস, তৈল, মুদি, তরকারি, চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে গিয়ে অতিরিক্ত মূল্য রাখার জন্য দুটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, গত দুই দিনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গৌরীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১৪,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
Leave a Reply