চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামে প্রথমবারের মতো দুই ব্যক্তির দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে বেসরকারি একটি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার মাধ্যমে তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। যদিও এখন পর্যন্ত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
আক্রান্ত দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। দুজনেরই বয়স ৪০ বছরের বেশি। তারা চিকিৎসকদের পরামর্শে পরীক্ষার জন্য এপিক হেলথ কেয়ারে নমুনা জমা দেন। চট্টগ্রামের চিকিৎসক ডা. ওয়ালিউল্লাহ ও ডা. মো. নুরুন্নবী নিজ নিজ চেম্বার থেকে রোগীদের ওই ল্যাবে পরীক্ষার জন্য পাঠান। পরীক্ষার ফলাফল পজিটিভ আসে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “একটি বেসরকারি ল্যাবে পরীক্ষায় দুই রোগীর দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আমরা আইইডিসিআরকে বিষয়টি জানিয়েছি এবং তাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছি।”
ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, “দুই রোগীর শরীরে জিকার উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকদের নির্দেশে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ভাইরাস পজিটিভ আসে। এখন আইইডিসিআর চাইলে নমুনা পুনরায় পরীক্ষা করতে পারে।”
চিকিৎসকদের মতে, জিকা ভাইরাস ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী না হলেও গর্ভবতী নারীর ক্ষেত্রে এটি মারাত্মক জটিলতার কারণ হতে পারে। জিকা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া—তিনটিই এডিস মশার মাধ্যমে ছড়ায়, ফলে এডিস নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চট্টগ্রামে এই ভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় জনমনে কিছুটা উদ্বেগ দেখা দিলেও স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply