অনলাইন ডেক্স :
আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে নির্বাচনকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। আলোচনায় রোজার আগেই ভোটগ্রহণের সম্ভাবনার কথাও উঠে আসে বলে জানান প্রেসসচিব।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৮ থেকে ৩২ বছর বয়সী নতুন ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে। এতে লক্ষ্য করা হচ্ছে তরুণ ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত ও সহজতর করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ।
বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এ নির্দেশ নির্বাচন আয়োজনের প্রস্তুতির গতি আরও বাড়াবে এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করবে।
Leave a Reply