রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
Title :
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা ৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান আসন্ন জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়াল ইসি জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটের সেই ভয়ঙ্কর যুদ্ধের দিন আজ, কী ঘটেছিল? টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ আসনে একই পরিবারের দুই প্রার্থী পেলেন বিএনপি এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না: জ্বালানি উপদেষ্টা Copied from: https://rtvonline.com/ বিএনপি সহযোগিতা চাইলে সেটা সরকার করবে: আবুল কালাম

“সবার অংশগ্রহণেই গড়ে উঠবে উন্নত রাষ্ট্র”- চৌগাছায় সরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব শেলী

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১০.৪৭ অপরাহ্ণ
  • ১৪০ বার

চৌগাছা সংবাদদাতা :

সবার অংশগ্রহণেই একটি উন্নত রাষ্ট্র গড়া সম্ভব—এই বার্তা নিয়ে যশোরের চৌগাছায় অনুষ্ঠিত হলো মানবিক ও উন্নয়নমূলক এক অনন্য আয়োজন। বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকাস্থ চৌগাছা সমিতির উদ্যোগে হুইল চেয়ার বিতরণ, উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ এবং একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী।

সচিব নাসিমুল গনি শেলী বলেন, “অপরাধমুক্ত সমাজ গড়তে হলে বিত্তবানদের এগিয়ে আসতে হবে, স্বপ্রণোদিতভাবে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত হতে হবে। যারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তারাই সমাজের প্রকৃত সম্পদ। লাভ-ক্ষতির হিসাব না করে যারা অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়, তাদের কারণেই জাতি এগিয়ে যায়।”

তিনি আরও বলেন, “হিংসা-বিদ্বেষ, দলাদলি কোনো জাতির জন্য মঙ্গল বয়ে আনে না। বরং সকল শ্রেণির মানুষের মেধা, গুণ, পরিশ্রম ও দক্ষতা একত্রিত হলে তবেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।”

উপজেলা মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহাবুবুর রহমান মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, ঢাকাস্থ চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মিজানুর রহমান, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

শুভেচ্ছা বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম ভারত সীমান্তবর্তী চৌগাছা উপজেলাকে মাদকমুক্ত রাখতে এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অফিস স্থাপনের দাবি জানান। পাশাপাশি, উপজেলার অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, “চৌগাছার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

এ সময় যশোরের সিভিল সার্জন জানান, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে মডেল হিসেবে পরিচিত হলেও জনবল সংকটে এর কার্যকারিতা ব্যাহত হচ্ছে। এক শয্যার নতুন ভবন থাকলেও তা চালু করা যাচ্ছে না, যা মন্ত্রণালয়ে তুলে ধরার অনুরোধ করেন তিনি।

আলোচনা শেষে উপজেলার প্রায় ২০০ জন অসহায় পঙ্গু ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে উপজেলা সরকারি হাইস্কুল সংলগ্ন কাঁচা বাজারের দক্ষিণ-পশ্চিম পাশে তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি। প্রায় ২৮,৬৮৫ বর্গফুট জায়গায় ১৪ লাখ টাকা ব্যয়ে এটি নির্মিত হবে।

সবশেষে একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাও. নুরুজ্জামান, সাবেক পৌর মেয়র কামাল আহমেদ, বিএনপি নেতা মাসুদুল হাসান ও সেলিম রেজা আওলিয়াসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com