যশোর সংবাদদাতা :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত সমাবেশে হামলার প্রতিবাদে যশোরের চাঁচড়া মোড়ে এক ঘণ্টার ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলে। চাঁচড়া মোড়ে দলটির নেতাকর্মীরা জড়ো হয়ে ‘ক্ষমতা না, জনতা—জনতা জনতা’, ‘আর কতকাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে যশোর-বেনাপোল ও যশোর-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে।
ব্লকেড চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা খালিদ সাইফুল্লাহ জুযেল, যশোরের সংগঠক নুরুজ্জামান ও আজাদ।
বক্তারা বলেন, গোপালগঞ্জের হামলা সরকারের দমন-পীড়নের আরেকটি প্রমাণ। জনগণের ন্যায্য দাবি আদায়ে এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছে। এ আন্দোলন গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।
তারা আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জনভোগান্তি এড়াতে ব্লকেড কর্মসূচি সময়মতো শেষ করা হয়েছে। এসময় তিন দফা দাবি উত্থাপন করা হয়—গোপালগঞ্জের হামলার বিচার, দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা।
এক ঘণ্টার এ কর্মসূচিতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply