যশোর সংবাদদাতা :
যশোরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ একাধিক দাবিতে শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে যশোর শিক্ষা বোর্ড ঘেরাওয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শুরু করে। এ সময় শিক্ষার্থীরা নানা দাবি-দাওয়া তুলে ধরে বিক্ষোভ করে। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ চলাকালে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আসমা বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিনসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকেন। বোর্ড কর্মকর্তারা আশ্বাস দেন, শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো দ্রুত মন্ত্রণালয়ে জানানো হবে।
এর আগে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড চত্বরে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— মাইলস্টোন ট্র্যাজেডির পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ, নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক শিক্ষকদের গায়ে হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান এবং ঝুঁকিপূর্ণ পুরোনো প্লেন বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালুর দাবি।
এ ছাড়া তারা দাবি করেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে নামবেন।
Leave a Reply