ক্রীড়া ডেক্স :
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আফগানিস্তানকে দু’বার হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শারজায় আজ রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে জাকের আলীর নেতৃত্বাধীন দল। লক্ষ্য একটাই—সিরিজ হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া।
এর আগে কখনও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। তাই আজকের ম্যাচে জাকের আলীর দলের সামনে আছে নতুন রেকর্ড গড়ার সুযোগ। অন্যদিকে, ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে অন্তত একটি জয় পেতে মরিয়া আফগান অধিনায়ক রশিদ খান।
সাম্প্রতিক সময়ে আফগানদের বিপক্ষে দুর্দান্ত ছন্দে আছে টাইগাররা। এশিয়া কাপে পরাজয়ের পর টানা তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে গেছে বাংলাদেশ—এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৮টি, আফগানিস্তানের জয় ৭টি।
সিরিজের প্রথম দুই ম্যাচেই রান তাড়ায় কিছুটা চাপের মুখে পড়েছিল বাংলাদেশ, তবে শেষ মুহূর্তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় টাইগাররা। বিশেষ করে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের ঠান্ডা মাথার ফিনিশিং ব্যাটিং দলকে আত্মবিশ্বাস ও স্থিতি দিয়েছে।
বোলাররাও পুরো সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে দলকে শক্ত ভিত দিয়েছে। তবে টপ ও মিডল অর্ডারের অনিয়মিত ব্যাটিং এখনো টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গা। কোচ ফিল সিমন্স চান, আজকের ম্যাচে ব্যাটাররা আরও দায়িত্বশীল ইনিংস খেলুক।
অধিনায়ক জাকের আলীর ফর্ম নিয়ে কোচ খুব একটা চিন্তিত নন। আগের ম্যাচে ২৫ বলে ৩৩ রানের ইনিংসে দুইটি ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাত ইনিংস ও ৮৬ বল পর ছক্কার দেখা পেয়েছেন এই তরুণ অধিনায়ক। সিমন্সের বিশ্বাস, আজকের ম্যাচে জাকের আলী দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং হোয়াইটওয়াশের ইতিহাস গড়বেন।
Leave a Reply