কল্যান রায় (জয়ন্ত) :
ঢাকায় ট্রাক চুরির মামলার সূত্র ধরে যশোরে আলোচিত পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নেতা মাসুদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে যশোরে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেনের নেতৃত্বে একটি দল এবং যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে অপর একটি দল এ যৌথ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বকচর এলাকার ভিকু চৌধুরীর বাড়ির সামনে থেকে ঢাকায় চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয় যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। বর্তমানে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলমসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।
যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন, “ আমরা ঢাকার স্পেশাল টিমের সঙ্গে যৌথভাবে কাজ করছি। মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, মাসুদ আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এর আগেও চোরাই গাড়ি বেচাকেনা ও প্রতারণার অভিযোগ ছিল। চক্রের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাকিব, রানা, দেলোয়ার, রাসেল ও রনি। তারা পুরাতন গাড়ির ব্যবসার আড়ালে নিয়মিতভাবে চোরাই যানবাহন বেচাকেনা করে আসছে বলে অভিযোগ রয়েছে।
এই চক্রের কয়েকজন অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল এবং তাদের বিষয়ে পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। সম্প্রতি যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মাসুদ আলম সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তার গ্রেপ্তার নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
Leave a Reply