যশোর সংবাদদাতা :
যশোরের চৌগাছায় সবুজ নামে এক ব্যক্তি মাদক ব্যবসায়ী ও স্বর্ণ চোরাচালানকারী দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন এবং অনলাইন এডিটর জাহিদ হাসান সোহান’কে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানা ও চৌগাছা থানায় পৃথকভাবে দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডির তথ্যানুযায়ী, শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে প্রথমে অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানের ফেসবুক মেসেঞ্জারে হুমকিস্বরূপ ফোন আসে। এরপর রাত ৯টা ১০ মিনিটে অধ্যক্ষ শিহাব উদ্দীনের মোবাইলেও একই ব্যক্তির কাছ থেকে ফোন করে অকথ্য ভাষা ও হত্যার হুমকি আসে। ফোনে হুমকিদাতার পরিচয় বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন করলে তিনি প্রথমে নিজেকে রায়হান বলে দাবি করেন; পরে নিজেকে শফিক সবুজ ওরফে ফেন্সি সবুজ বলে স্বীকার করেন—যে ব্যক্তি চৌগাছার আম্রকানন পাড়া এলাকার বাসিন্দা এবং আবু মাইকের মালিক আবু বক্কর সিদ্দিকের ছেলে হিসেবে পরিচিত। ফোনের আলাপচারিতায় মালয়েশিয়া নিয়েও প্রসঙ্গ আসে। সাংবাদিকদের কাছে থাকা একটি রেকর্ডিং-এ হুমকিদাতার স্বীকৃতিও আছে, বলে দাবি করেন সাংবাদিকরা।
এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে শিহাব উদ্দীন যশোর সদর কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। যার জিডি নং ১৬১৫ এবং একই বিষয়ে চৌগাছা থানায় জিডি নং ৮৭১ করা হয়।
যশোর সদর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ প্রতিবেদককে জানান, তারা অভিযোগ পেয়েছে; অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন একই রকম প্রতিক্রিয়া জানান।
অন্যদিকে, এ ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে যশোরের সাংবাদিক সমাজ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন মিডিয়ার কর্মীরা। দৈনিক যশোর বার্তা পরিবার, মফস্বল সাংবাদিক ফোরাম ও বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে হুমকির কড়া নিন্দা জানিয়ে অভিযুক্ত শফিক সবুজকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেদনে নামগুলো উল্লেখ করা ব্যক্তিরা—বিশিষ্ট বুদ্ধিজীবী ও পত্রিকার উপদেষ্টা, সম্পাদক-মন্ডলীর নেতৃত্বর পাশাপাশি প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের অনেকে—একটিভাবে এই দাবিতে অংশ নিয়েছেন।
নেতৃবৃন্দের মন্তব্যে বলা হয়েছে, মাদক ব্যবসা ও স্বর্ণ চোরাচালানের মতো অপরাধীদের ইচ্ছেমতো সাংবাদিকদের হেনস্থা বরদাস্ত করা হবে না; যদি আইন কাঠামোতে শাস্তি না নিশ্চিত করা হয়, সামাজিক ও সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এ ধরনের বেচারা ও কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
ঘটনা তদন্ত করছে পুলিশ; গ্রেফতারের পরবর্তী ফলাফল সম্পর্কে সংশ্লিষ্ট থানা থেকে আনুষ্ঠানিক আপডেট পাওয়া যাবে।
Leave a Reply