ক্রীড়া ডেক্স :
মেজর সকার লিগের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। শনিবার (১৯ অক্টোবর) ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে উড়িয়ে প্লেঅফ নিশ্চিত করেছে ডেভিড বেকহ্যামের দলটি। ম্যাচজুড়ে আলো কাড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি—করেন হ্যাটট্রিক ও একটি অ্যাসিস্ট।
এই হ্যাটট্রিকের মাধ্যমে মৌসুমে গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৯, যা তাকে দিয়েছে এমএলএস গোল্ডেন বুটের মুকুট। গোলের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গা করেছেন ২৪টি করে গোল।
শুধু গোলেই নয়, অ্যাসিস্টের তালিকাতেও সবার ওপরে মেসি। পুরো মৌসুমে ১৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। গোল ও অ্যাসিস্ট—দুই বিভাগেই শীর্ষে থাকায় মৌসুমের সেরা ফুটবলার বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কারও মেসির হাতেই যাবে বলে নিশ্চিতভাবে ধারণা করা হচ্ছে।
যদি আনুষ্ঠানিকভাবে এমভিপি ঘোষিত হন, তবে এমএলএস ইতিহাসে টানা দুই মৌসুমে এই পুরস্কার জেতা একমাত্র ফুটবলার হবেন লিওনেল মেসি। গত মৌসুমেও এমভিপি জিতেছিলেন আর্জেন্টাইন তারকা।
এমন পারফরম্যান্সে ইন্টার মায়ামি শুধু প্লেঅফে জায়গা করে নেয়নি, বরং নতুন ইতিহাসের পথে এগিয়ে যাচ্ছে তাদের অধিনায়ক লিওনেল মেসির হাত ধরে।
Leave a Reply