ঢাকার বিশেষ জজ আদালত-৪ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত জালিয়াতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। এ ঘটনায় বাংলাদেশের আদালতে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ এমপি দণ্ডিত হলেন।
বিচারক মো. রবিউল আলম দুপুর পৌনে ১২টায় রায় ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টার দিকে রায় পড়া শুরু হয়। এ মামলায় শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি ১৫ আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন প্রসিকিউটর তরিকুল ইসলাম ও মাঈনুল। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শাহীনুর রহমানসহ অন্যান্যরা।
মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছিলেন। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন ১৩ জানুয়ারি ২০২৫ সালে। তদন্ত শেষে ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এর আগে গত ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিনটি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়ের মাধ্যমে দেশে দায়িত্বে থাকা ব্যক্তি ও বিদেশি সংসদ সদস্যরাও দুর্নীতি মামলায় দণ্ডিত হতে পারে—এটি এক নজির স্থাপন করেছে।
Leave a Reply