বিপিএলের গত আসরের ড্রাফটে অংশ নিয়ে আলো ছড়িয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে সদ্য শেষ হওয়া নিলামে ঢাকা ক্যাপিটালসের টেবিলে তার নাম না থাকায় কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, শাকিব খান দলটির মালিকানা হারিয়েছেন। কিন্তু ঢাকা ক্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র সোমবার (১ ডিসেম্বর) আরটিভিকে বিষয়টি অস্বীকার করেছে।
সূত্র জানায়, “শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন তথ্যটি পুরোপুরি সঠিক নয়। তিনি এখনও দলের ২০ শতাংশ শেয়ারের মালিক। এটি আমরা দল পাওয়ার শুরু থেকেই জানি।”
গত মৌসুমে রিমার্ক-হারল্যানের ব্যানারে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্টর ও অন্যতম মালিক হিসেবে যোগ দিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিলেন শাকিব খান। মাঠে দল ভালো না করলেও গ্যালারিতে ভিড় জমত তার এক ঝলক পাওয়ার আশায়।
বর্তমানে ঢাকা ক্যাপিটালসের মালিকানা পুরোপুরি চলে গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। তবে নতুন মালিকপক্ষ শাকিবকে ছাড়েনি, এবং তার নামে এখনও ২০ শতাংশ শেয়ার রয়েছে।
নতুন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে রয়েছে দেশি ক্রিকেটার শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ) ও মইনুল ইসলাম (১১ লাখ)।
বিদেশি ক্রিকেটার হিসেবে দলে আছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা (৬৫ হাজার ডলার) এবং আফগানিস্তানের জুবায়েদ আকবরী (২০ হাজার ডলার)। এছাড়া ডিরেক্ট সাইনিং হিসেবে দলে যুক্ত হয়েছেন দেশি ক্রিকেটার সাইফ হাসান ও তাসকিন আহমেদ এবং বিদেশি ক্রিকেটার উসমান খান ও অ্যালেক্স হেলস।
ঢাকা ক্যাপিটালসের নতুন মৌসুম শুরুর আগে শাকিব খানের নামের আশ্বাস এবং তার অংশীদারিত্ব দলপ্রেমী ভক্তদের জন্য নিশ্চয়ই একটি ইতিবাচক সংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply