রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিবিসি বাংলার বরাত মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওয়ানা হবেন। বাংলাদেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাকে লন্ডনে নেওয়া হবে।
এদিকে, কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স দিতে তারা প্রস্তুত। বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৪ সদস্যের একটি দল এই যাত্রায় থাকবেন। দেশি চিকিৎসকদের সঙ্গে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও ইতোমধ্যেই সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা নিয়ে ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে। কোনো গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।
Leave a Reply