ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ শেষ করেছেন রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং। ছবির কাজ শেষ হওয়ার পরই এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘রাক্ষস’, যা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
‘রাক্ষস’-এর নায়িকা নিয়েও দীর্ঘদিন ধরে ছিল নানা গুঞ্জন। প্রার্থনা ফারদিন দীঘি বা সাবিলা নূরের নাম শোনা গেলেও নির্মাতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিলেন। এক পর্যায়ে জানা যায়, অভিনেত্রী ইধিকা পাল নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন এবং চলতি সপ্তাহে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকার প্রথম জুটি।
তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইধিকার পরিবর্তে কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে নিয়েই আলোচনা চলছিল। সুস্মিতা ইতিমধ্যেই ‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’ সিনেমায় অভিনয় করেছেন এবং তিনি কলকাতার দর্শকের কাছে পরিচিত।
ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিত হয়েছেন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে। এছাড়া তিনি বাংলাদেশের পরিচালক হাসিবুর রেজার ‘কবি’ এবং কলকাতার সিনেমা ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’-এ দেবের বিপরীতে অভিনয় করেছেন। তার কাজ বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও যথেষ্ট প্রশংসিত হয়েছে।
সিয়াম আহমেদের সর্বশেষ সিনেমা ‘জংলি’, যেখানে তার বিপরীতে ছিলেন শবনম বুবলী, দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে সিয়াম বাণিজ্যিক ও কনটেন্ট-ড্রিভেন সব ধরনের সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় কিছু অংশের দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। পরিচালক মেহেদী হাসান এবং সিয়াম আনুষ্ঠানিকভাবে এখনো মন্তব্য করেননি। সূত্রের খবর, দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Leave a Reply