মুক্তির আর মাত্র দুই দিন বাকি। এর মধ্যেই রণবীর সিং অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে। অগ্রিম বুকিং শুরু হতেই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। ইতোমধ্যেই প্রায় ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় বক্স অফিস সংক্রান্ত সূত্র।
ট্রেড বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রি থেকে ছবিটি এখন পর্যন্ত ৩.৭১ কোটি রুপি আয় করেছে, যা ব্লক সিটের হিসাবেই রেকর্ডসম। সাম্প্রতিক সময়ে অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিগুলোর সাফল্য বিবেচনায় অনেকেই মনে করছেন, ‘ধুরন্ধর’ সেই ধারাকেই আরও এগিয়ে নিতে পারে।
তবে প্রথম দিনের আয় নিয়ে বাণিজ্য বিশেষজ্ঞদের মধ্যে মতানৈক্য রয়েছে। ট্রেড অ্যানালিস্ট রোহিত জয়সওয়াল পূর্বাভাস দিয়েছেন, ছবিটির প্রথম দিনের আয় হতে পারে ৩৭-৪০ কোটি রুপি। অন্যদিকে নবনীত মুন্দ্রা মনে করছেন, প্রথম দিনের আয় ১৬-১৮ কোটি রুপির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। ইন্ডিয়ান বক্স অফিসের হিসাব অনুযায়ী, প্রথম দিনে ছবিটি ২০ কোটি রূপি আয় স্পর্শ করতে পারে।
এই পরিসংখ্যান কতটা বাস্তবে রূপ নেবে, তা জানা যাবে মুক্তির পরই। তবে অগ্রিম বুকিংয়ের উন্মাদনা দেখে বিশ্লেষকদের ধারণা রণবীর সিংয়ের নতুন ছবি বক্স অফিসে চমক দেখাতে পারে।
টিকিটের দাম নিয়েও চলছে আলোচনা।
মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সগুলোতে ‘ধুরন্ধর’ এর টিকিট বিক্রি হচ্ছে ২,০০০ রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর! তবুও বিক্রি হচ্ছে দ্রুতগতিতে। কলকাতার কিছু হলে টিকিটের দাম ৫৭৫ রুপি। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ এর সময় টিকিটের দাম উঠেছিল ১,৭০০-২,১০০ রুপি পর্যন্ত। ‘আরআরআর’, ‘পুষ্পা ২’ ও ‘আদিপুরুষ’ এর পর এবার ‘ধুরন্ধর’কেও ঘিরে দর্শকদের একইরকম আগ্রহ দেখা যাচ্ছে।
আগামী ৫ ডিসেম্বর, শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর’। রণবীর সিং ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপালসহ আরও কয়েকজন তারকা অভিনেতা। বক্স অফিসে ছবিটি কতটা ঝড় তুলতে পারে, এখন সেদিকেই তাকিয়ে চলচ্চিত্রপ্রেমীরা।
Leave a Reply