মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ডিএমপির ১৫ পরিদর্শককে বদলি ও পদায়ন

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৮.৪৫ অপরাহ্ণ
  • ৪৪ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অন্তর্গত ১৫ জন পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার আমির খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এই পদায়ন ও বদলি মূলত থানার কার্যক্রম ও গোয়েন্দা বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর করতে নেওয়া হয়েছে।

বদলি ও পদায়নকৃতদের মধ্যে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক আহসান উল্লাহ ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) সরদার ইব্রাহিম হোসেন সোহেল কলাবাগান থানায় বদলি হন। ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়িত হন।

ডিবি তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, পিএস অ্যান্ড আইআই বিভাগের পরিদর্শক আব্দুস সালাম নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, এবং আইএডি বিভাগের পরিদর্শক   মুনিরুজ্জামান উত্তরা পশ্চিম থানায় পদায়িত হন।

ডিবি রমনা বিভাগের পরিদর্শক মীর রেজাউল ইসলাম শাহ আলী থানায়, ডিবি মতিঝিল বিভাগের পরিদর্শক আনোয়ার হোসেন খান বিমানবন্দর থানায়, এবং ডিবি ওয়ারি বিভাগের পরিদর্শক বাহালুল খান রামপুরা থানায় বদলি হন। এছাড়া ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত)  নাজমুল হাসান খান গেন্ডারিয়া থানায়, নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম যাত্রাবাড়ী থানায়, বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম উত্তরখান থানায়, রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মশিউল আলম কোতোয়ালি থানায়, উত্তর পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সাল গোয়েন্দা বিভাগে এবং কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, এই পদায়ন ও বদলির মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com