চির প্রতিদ্বন্দ্বী ভারতকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি স্পষ্ট করে জানান, ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে কারও যেন কোনো ভুল ধারণা না থাকে। পাকিস্তান আগের তুলনায় আরও দ্রুত ও কঠোর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। খবর—দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত একটি আনুষ্ঠানিকতায় তিনি এসব কথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে জিএইচকিউতে এই গার্ড অব অনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসিম মুনির বলেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে তিন বাহিনীর বহুমাত্রিক অভিযানের সক্ষমতা বৃদ্ধি সময়ের দাবি। তিনি জানান, প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সশস্ত্র বাহিনীর সব শাখার কার্যক্রমকে আরও সমন্বিত করবে, যাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আধুনিক যুদ্ধ সক্ষমতা উন্নয়ন সহজ হয়। তবুও প্রতিটি বাহিনী তাদের নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রেখেই কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।
এসময় আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনাকেও সামনে আনেন আসিম মুনির। তিনি বলেন, “পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কখনোই দেওয়া হবে না।” প্রতিবেশী দেশের ভূমি থেকে পাকিস্তানের বিরুদ্ধে গোষ্ঠীগুলোর তৎপরতা অব্যাহত থাকায় ইসলামাবাদ ঋষি অবস্থান নিচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত হওয়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এর পটভূমিতে সেনাপ্রধানের সর্বশেষ মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাদের মতে, নতুন দায়িত্বে যোগদানের পরই ভারতের প্রতি এ ধরনের কড়া মনোভাব প্রকাশ করা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রেক্ষাপটে নতুন হিসাব কষতে বাধ্য করবে।
ফিল্ড মার্শাল আসিম মুনিরের বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান আঞ্চলিক কোনো চাপ বা হুমকিকে হালকাভাবে নেওয়ার পথে নেই এবং ভবিষ্যৎ যেকোনো সম্ভাব্য সংঘাতে দ্রুত, দৃঢ় ও সমন্বিত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
Leave a Reply