শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে কনটেন্ট ক্রিয়েটররা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৪.৫০ অপরাহ্ণ
  • ৩০ বার

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী প্রায় এক মিলিয়ন ব্যবহারকারীর ওপর সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার একদিন পর দেশটির কনটেন্ট ক্রিয়েটররা দ্রুত কমে যাওয়া ফলোয়ার ও ভিউয়ের চাপ অনুভব করছেন। এতে তাদের আয়ের ওপর ঝুঁকি তৈরি হয়েছে এবং কনটেন্ট কৌশল নতুনভাবে ভাবতে হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকে দৈনন্দিন অস্ট্রেলিয়ান জীবনের ওপর কমেডি স্কিট করা ২৯ বছর বয়সী জশ পার্টিংটন সাধারণত তার ভিডিওতে প্রায় ১ লাখ ভিউ পেতেন। তবে নিষেধাজ্ঞার পর তার নতুন ভিডিও ১০ হাজার ভিউও পৌঁছায়নি। তিনি জানান, “আমার টিকটক ও ইনস্টাগ্রামে গতকালের ভিডিওগুলো অস্বাভাবিকভাবে কম ভিউ পেয়েছে।” এছাড়াও ইনস্টাগ্রামে তিনি ১,৫০০ ফলোয়ার হারিয়েছেন।

অস্ট্রেলিয়া সরকার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বড় ১০টি প্ল্যাটফর্মকে নির্দেশ দিয়েছে ১৬ বছরের নিচে প্রায় ১ মিলিয়ন ব্যবহারকারীকে ব্লক করতে, অন্যথায় বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।

যেসব কনটেন্ট ক্রিয়েটর বছরের পর বছর ধরে তরুণ দর্শকদের ওপর নির্ভর করে বড় হয়েছেন, তাদের জন্য সবচেয়ে বেশি ধাক্কা এসেছে এঙ্গেজমেন্ট কমে যাওয়া—লাইক, কমেন্ট ও ভিউ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ৩০ বছর বয়সী কমেডিয়ান মিচ ডেল জানান, তার অধিকাংশ ফলোয়ার প্রাপ্তবয়স্ক হলেও কিশোর ফলোয়ার হারালে ভিডিও পোস্টের সময়সূচি পরিবর্তন করতে হবে। “স্কুল ছুটির পর বিকেল ৩টা ৩০-এ পোস্ট করতাম। এখন হয়তো সময় পরিবর্তন করতে হবে।”

১৮ বছর বয়সী ইন্ডি সংগীতশিল্পী হ্যারি কারবি, যার ১.৮ লাখের বেশি ফলোয়ার রয়েছে, জানান তার বড় অংশই ছিল ১৬ বছরের কম বয়সী। নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে তিনি হাজারখানেক ফলোয়ার হারিয়েছেন।

সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর টিকটকে একাই ২ লাখ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়েছে। যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস জানিয়েছেন, সংশ্লিষ্ট সব প্ল্যাটফর্মকে জানাতে বলা হচ্ছে কতজন ১৬ বছরের নিচের ব্যবহারকারী এখনও সক্রিয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ফলোয়ার কমে যাওয়া ও এঙ্গেজমেন্ট হ্রাস কনটেন্ট ক্রিয়েটরদের ব্র্যান্ড চুক্তি ও আয়ের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com