শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

‘রেড সি অনারী অ্যাওয়ার্ড’ পেলেন রেখা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৪.৫২ অপরাহ্ণ
  • ৫০ বার

প্রায় ছয় দশকের বেশি সময় ধরে বলিউডে নিজের অভিনয় দক্ষতায় দর্শক হৃদয়ে স্থান করে রাখা কিংবদন্তি অভিনেত্রী রেখা এবার সৌদি আরবে জেদ্দায় অনুষ্ঠিত ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ বিশেষ সম্মাননা ‘রেড সি অনারী অ্যাওয়ার্ড’ পেলেন। ফেস্টিভ্যালের পঞ্চম আসর ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

উৎসবের ‘ট্রেজার স্ট্যান্ড’ সেকশন-এ রেখার কালজয়ী সিনেমা ‘উমরাও জান’ এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত মুজাফফর আলি পরিচালিত এই সিনেমা ইতিহাসে বিশেষ ছাপ রেখেছে। এই সেকশনে সাধারণত এমন সিনেমাগুলো পুনরায় প্রদর্শিত হয়, যেগুলো চলচ্চিত্র ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে।

রেখা সিনেমার প্রতি তার আবেগ প্রকাশ করে বলেন, “প্রতিদিন সিনেমা দেখুন। সিনেমার মতো কোনো ওষুধ নেই, কোনো নিরাময় নেই। আমি তার জীবন্ত উদাহরণ। আমি এখনো বেঁচে আছি শুধু সিনেমার কারণেই।” তিনি আরও যোগ করেন, “‘উমরাও জান’ এমন একটি চরিত্র যা তার অর্ধেক অভিনয় চোখের ভাষায় প্রকাশ করেছে। আমার মা বলতেন নিজের অর্জন বা অনুভূতি নিয়ে বেশি কথা বলো না। মানুষকে কিছু শেখাতে হলে মুখে বলার দরকার নেই, কাজের মাধ্যমে উদাহরণ হয়ে ওঠো।”

মঞ্চে উপস্থিত দর্শকদের উদ্দেশে রেখা তার আইকনিক চরিত্র উমরাও জানকে আবারও জীবন্ত করে তুলতে বিখ্যাত গান ‘দিল চীজ কেয়া হ্যায়’ এর দুই লাইন গেয়ে শোনান।

‘উমরাও জান’ মির্জা হাদী রুসওয়ার ১৮৯৯ সালের উর্দু উপন্যাস ‘উমরাও জান আদা’ অবলম্বনে নির্মিত। সিনেমায় লখনউয়ের এক তবায়েফ ও কবির জীবনের গল্প উপস্থাপন করা হয়েছে। এই চরিত্র রেখাকে এনে দিয়েছিল ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।

ফেস্টিভ্যালে প্রদর্শিত এই বিশেষ অনুষ্ঠান ও সম্মাননা রেখার দীর্ঘ এবং সমৃদ্ধ চলচ্চিত্র যাত্রার প্রতি আন্তর্জাতিক স্তরে প্রমাণ করে, যে তিনি আজও বলিউডের একজন অমর ও কিংবদন্তি অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com