মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

৮৮ হাজার ৪১২ জীবিত মুক্তিযোদ্ধার বিজয় দিবস ভাতা ছাড়

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬.১০ অপরাহ্ণ
  • ৭২ বার

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের জন্য সরকার ৮৮,৪১২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ২,৬৭৭ জন খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। সরকারের এ উদ্যোগে মোট ৪৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

গত ৯ ও ১০ ডিসেম্বর দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের এলাকার ভিত্তিতে হিসাব প্রকাশ করা হয়। ১০ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮১০ কোডের মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩৭২১১০২ কোডে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৭০ কোটি টাকা থেকে উদযাপন উপলক্ষে জনপ্রতি ৫ হাজার টাকা হারে ২,৫৭১ জন যুদ্ধাহত ও ১০৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে প্রদান করার জন্য ১,৩৩.৮৫ লক্ষ টাকা ছাড়করণের আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে।

এর আগে ৯ ডিসেম্বর চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম মহসীন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত ৭০ কোটি টাকা থেকে Management Information System (MIS) এর মাধ্যমে Government to Person (G2P) পদ্ধতিতে Electronic Fund Transfer (EFT) প্রক্রিয়ার মাধ্যমে ৮৫,৭৩৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে জনপ্রতি ৫ হাজার টাকা হারে ৪২,৮৬,৭৫,০০০ টাকা প্রদান করার জন্য আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে।

এই অর্থপ্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এ ভাতা শুধুমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রযোজ্য এবং বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com