শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮.১৬ অপরাহ্ণ
  • ৫০ বার

রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অধ্যাদেশটির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে, যা এখন অনুমোদনের শেষ ধাপে রয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেলে খুব শিগগিরই অধ্যাদেশটি জারি হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে খসড়া প্রকাশের মাধ্যমে জনমত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অভিমত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করা হয়েছে। এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী কাঠামো দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটানো এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ধারাবাহিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত অগ্রগতির তথ্য নিয়মিতভাবে জনসাধারণকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেন। তবে অধ্যাদেশ জারি না হওয়ায় সম্প্রতি রাজধানীতে এসব কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের উদ্দেশে অনাকাঙ্ক্ষিত কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সংস্কার কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা প্রয়োজন, আর যেকোনো বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com