শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪.৫৮ অপরাহ্ণ
  • ৫৩ বার

দুই মাস বন্ধ থাকার পর আগামী ২৫ জানুয়ারি থেকে আবারও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ রাখা এই সেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী রবিবার থেকে এনআইডির সব ধরনের তথ্য সংশোধন কার্যক্রম পুনরায় শুরু হবে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নাগরিকরা আবারও তাদের ভুল তথ্য সংশোধনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করার লক্ষ্যে গত ২৪ নভেম্বর বিকাল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে আবেদন সাপেক্ষে এনআইডি অনুবিভাগে সীমিত পরিসরে সংশোধন সেবা চালু রাখা হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

এদিকে সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে ইসি। এসব কেন্দ্রে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে গোপন বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com