দেশে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় তিন মাস বাড়ানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে যারা নিজের ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তারা চাইলে আগামী বছরের ১৫ মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম শুরু হবে। এ উদ্যোগের মাধ্যমে মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ও রিফার্বিশড ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ করা হবে এবং দেশে অবৈধভাবে ঢোকার চেষ্টা করা ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হবে।
প্রথমে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবিতে তা ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিটিআরসি জানিয়েছে, এই সময়ের মধ্যে অনিবন্ধিত ফোন নিবন্ধন না হলে তা বন্ধ করে দেওয়া হবে।
Leave a Reply